gramerkagoj
মঙ্গলবার ● ১৪ জানুয়ারি ২০২৫ ১ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মালয়েশিয়ায় ৪২ বাংলাদেশি অভিবাসী আটক
প্রকাশ : শুক্রবার, ১০ জানুয়ারি , ২০২৫, ০৬:৫৩:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2025-01-10_678119afc9437.jpg

মালয়েশিয়ায় সবজি বাগানে অভিযান চালিয়ে ৪২ বাংলাদেশিসহ ৬৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ।

স্থানীয়দের অভিযোগে ৯ জানুয়ারি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের হালিয়া মুদা স্ট্রিট, কাম্পুং জোহান সেটিয়া, তেলোক পাংলিমা গারাং এলাকায় অবৈধ অভিবাসীদের দ্বারা অবৈধভাবে চাষ করা পাঁচ হেক্টর জমির একটি সবজি বাগানে অভিযান চালানো হয়।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বাগানটি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের দ্বারা পরিচালিত হতো। নির্মাণ খাতের মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাশের (পিএলকেএস) আড়ালে তারা কাজ করে আসছিল। অভিযানে  ৪২ জন বাংলাদেশি, ১৩ জন মিয়ানমারের পুরুষ এবং ১ জন মহিলা, ৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ২ জন মহিলা, দুইজন পাকিস্তানি পুরুষ এবং একজন ভারতীয় পুরুষসহ ৬৫ জন অভিবাসীকে আটক করা হয়।

আটকদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। পরবর্তী ব্যবস্থা গ্রহণে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটকদের রাখা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝