gramerkagoj
বুধবার ● ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আফগান নারীদের নিপীড়নে তালেবান নেতৃত্ব অভিযুক্ত, আইসিসির গ্রেপ্তারি আদেশ শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার দরকার: ফখরুল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য এককালীন অনুদানের জন্য আবেদন আহবান অব্যাহত বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের দলমত নয়, দায়বোধের জয়: জামায়াতপন্থী নেতাদের হাত ধরে শৈলকুপার ধরমপাড়া রাস্তায় ফিরল স্বস্তি আরও কয়েক দিন চলবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস মোরেলগঞ্জে ফের পানগুছি নদীর ভাঙ্গনের মুখে শত শত পরিবার জুলাই আন্দোলনে গুলি চালনার নির্দেশ শেখ হাসিনার মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত পানি আর কষ্টে ডুবেছে পাইকগাছা, ক্ষতির মুখে কৃষকরা
লামায় জোর পূর্বক জমি দখল, পুলিশ দিয়ে হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
প্রকাশ : শুক্রবার, ১০ জানুয়ারি , ২০২৫, ০৫:২৭:০০ পিএম
জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি:
GK_2025-01-10_6780ff9550036.jpg

জাতীয় শ্রমিক লীগ লামা উপজেলা শাখার সহ সভাপতি দিদার, জাবের, সাহেদ ও মানিকের সহযোগিতায় লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত আমির হোসেন ও তার পরিবারের সদস্যদের জমি জোর পূর্বক জবর দখল, পুলিশ দিয়ে হয়রানি এবং বিভিন্ন ধরণের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে মধুঝিরি এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মৃত আমির হোসেনের পরিবার।
শুক্রবার (১০জানুয়ারি ) বিকাল ৪টায় লামা প্রেস ক্লাব রুমে আয়োজিত সাংবাদিক সম্মলনে মায়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেসমিন আক্তার। সাংবাদিক সম্মেলনে জেসমিন আক্তার বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সাংবাদিক সম্মেলন আয়োজনকারীগণ উপরে বর্ণিত মৃত আমির হোসেনের পরিবারের সদস্য। আমির হোসেনের নামে ২৯৩নং ছাগল খাইয়া মৌজায় ৩৭৫নং হোল্ডিং এর আন্দর ০.৭৯ একর ১ম শ্রেণীর জায়গা এবং একই মৌজায় ৩৬১নং হোল্ডিং এর আন্দর ০.৪০ একর ১ম শ্রেণীর জমি তৌজিযুক্ত আছে। উক্ত জয়গা আমরা ক্রয় সূত্রে মালিক হইয়া দীর্ঘ ৪০ বছরের অধিক কাল হইতে ভোগ দখলে স্ত্রীত আছি।
প্রিয় বন্ধুগণ, আমাদের জায়গার আশেপাশের অধিবাসীদের চলাচলের কথা চিন্তা করে আমরা চলাচলের জন্য জায়গা প্রদান করেছি। উক্ত জায়গা দিয়ে এলাকার লোকজন দীর্ঘদিন ধরে চলাচল করে আসছে। অত্যন্ত দুঃখজনক বিষয় সাম্প্রতিক সময়ে জাতীয় শ্রমিক লীগ লামা উপজেলার শাখার সহ-সভাপতি মোঃ দিদার মাঝি ও জাবের মাঝি, আওয়ামীলীগ লামা পৌরসভার ০৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ সাহেদ মাঝি আমাদের আরও জায়গা জবর দখল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের সাথে কোন ধরণের যোগাযোগ ছাড়াই এবং আমাদের অনাপত্তি গ্রহণ না করে লামা পৌরসভার সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী জুলকার নাইম মানিক আমাদের জায়গার উপর অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মান করার চেষ্টা করে যাচ্ছে। আমরা বাঁধা দিলে পৌরসভার উপসহকারী প্রকৌশলীর সহযোগিতায় ও পরামর্শে লামা থানা থেকে পুলিশ নিয়ে আমাদের পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালমন্দ ও হুমকি প্রদান করে পুলিশ উপস্থিত রেখে অবকাঠামোর জন্য মাটি কেটেছে। আমরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসককে অবহিত করেছি।
জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, বিগত আওয়ামীলীগ সরকারের ফ্যাসিষ্ট ও দোষর জাতীয় শ্রমিক লীগ লামা উপজেলা শাখার সহ সভাপতিদ্বয় মোঃ দিদার মাঝি ও জাবের মাঝি, আওয়ামীলীগ লামা পৌরসভার ০৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ সাহেদ মাঝি বর্তমানে আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদেরকে ও আমাদের ছেলে-মেয়েদেরকে বিভিন্নভাবে উত্যক্ত করে যাচ্ছে। পথে-ঘাটে আমাদের পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করে কথা-বার্তা বলে যাচ্ছে। তারা চাচ্ছে যে কোন ইস্যূ সৃষ্টি করে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর।
প্রিয় সুধী,এই ফ্যাসিষ্টদের আক্রমনাত্বক ও আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কার্যক্রম যাতে ঘটনাতে না পারে তার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে কার্যকরী হস্তক্ষেপ আশা করছি। ফ্যাসিষ্টদের এই সকল দোষরগণ যে কোন সুযোগে এলাকার সুন্দর পরিবেশকে বিনষ্ট করতে পারে। আজকের এই সাংবাদিক সম্মেলনে ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

আরও খবর

🔝