gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আবু সাঈদ হত্যার বিচার সম্পন্ন হবে জুলাই শহীদদের স্মরণে ৮৬৪টি স্থানে ফলক স্থাপন করবে সরকার রাজশাহীতে শেখ মুজিব ম্যুরালের সামনেই নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ জামায়াতের দাঁড়িপাল্লা যুক্ত হচ্ছে ইসি’র ওয়েবসাইটে ভারত পাচ্ছে আরও ৩টি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার লামায় যথাযোগ্য মর্যাদায় "জুলাই শহীদ দিবস" পালিত চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে দুটি হত্যা মামলায় তিনজনের ফাঁসি সোহাগ হত্যা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, ব্যবসায়িক বিরোধের ফল ‘বজরঙ্গী ভাইজান ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা কবে? বিশ্বে নতুন ইন্টারনেট রেকর্ড গড়ল জাপান

❒ গণশিক্ষা উপদেষ্টা

চলতি মাসের মধ্যে শতভাগ বই পৌঁছে দেওয়া হবে
প্রকাশ : শুক্রবার, ১০ জানুয়ারি , ২০২৫, ০৪:৪৮:০০ পিএম
সুনামগঞ্জ প্রতিনিধি:
GK_2025-01-10_6780f2a746c54.jpg

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, চলতি মাসের মধ্যে সারাদেশে প্রাথমিক পর্যায়ের শতভাগ বই পৌঁছে দেওয়া হবে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, সারাদেশে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শতভাগ বই বিতরণ করা হয়েছে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই এখনো শতভাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে জানুয়ারি মাসের মধ্যে সব জায়গায় প্রাথমিক পর্যায়ের শতভাগ বই পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, বইগুলো পরিমার্জন করতে গিয়ে সারাদেশে শতভাগ বই বিতরণ করা সম্ভব হয়নি। তবে এরই মধ্যে নতুন করে কীভাবে বই লেখা হবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আগামী বছর প্রথম দিনেই সব শিক্ষার্থীরা নতুন বই পাবে।
হাওরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নের বিষয়ে এই উপদেষ্টা বলেন, হাওরের দুর্গম এলাকায় যাতে শিক্ষকরা থাকেন সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষকদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে সমাধান করা হবে। এছাড়া হাওরাঞ্চলে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মিড ডে মিল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও খবর

🔝