gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
gramerkagoj

❒ উপদেষ্টা আদিলুর

সবার সহযোগিতা থাকলে সব ধরনের সংস্কার সম্ভব
প্রকাশ : শুক্রবার, ১০ জানুয়ারি , ২০২৫, ০৩:৪৩:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-01-10_6780e6d142510.jpg

সবার সহযোগিতা থাকলে সব ধরনের সংস্কার করা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, আপনারা আমাদের পাশে থাকবেন, যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনা আছে, সেটুকু এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, দীর্ঘ দিন ধরে যেসব কাজ পড়ে আছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনায় আমরা কাজগুলো করার চেষ্টা করছি।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছে। সবার সহযোগিতা থাকলে সব রকমের সংস্কার করা সম্ভব হবে।
শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে, তিনি বঞ্চিত। বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন, তিনি মেইন স্ট্রিমের বাইরে আছেন। সেটি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও বৌদ্ধদের জন্য ঢাকায় কোনো সৎকারের ব্যবস্থা হয়নি। অন্তর্বর্তী সরকার সেটি করেছে।
সবাইকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে জানিয়ে খালিদ হোসেন বলেন, উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধ মহাবিহারের ২৩ কাঠা জমিতে নির্মিত হবে শেষকৃত্যের জন্য নির্ধারিত স্থান।

আরও খবর

🔝