gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
গোপালগঞ্জে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল দুই বন্ধুর
প্রকাশ : শুক্রবার, ১০ জানুয়ারি , ২০২৫, ০৩:২১:০০ পিএম
গোপালগঞ্জ প্রতিনিধি:
GK_2025-01-10_6780db365110e.jpg

গোপালগঞ্জ সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল দুই বন্ধুর। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালীমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪) ও একই গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ।
স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে দুই বন্ধু মারুফ ও বাঁধন ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালীমন্দির এলাকায় পৌঁছালে দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা মারুফ ও বাঁধন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার এসআই মোরাদ হোসেন বলেন, নিহতদের মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝