gramerkagoj
মঙ্গলবার ● ১৪ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণ ছাড়া পেলেন
প্রকাশ : শুক্রবার, ১০ জানুয়ারি , ২০২৫, ০১:১৬:০০ পিএম , আপডেট : রবিবার, ১২ জানুয়ারি , ২০২৫, ১১:৪৪:২৯ এএম
কাগজ ডেস্ক:
GK_2025-01-10_6780c17f8a7e5.jpg

চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। লন্ডন যাওয়ার সময় শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছিল।
এই নায়িকার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার আপত্তি ছিল। এ কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।
ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
জানা যায়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূরই বাহার জানান, আজ সকাল সাড়ে ১০টার বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল নিপুণের। ইমিগ্রেশনের সময় জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআই আপত্তিতে তার যাত্রা করতে না দিয়ে তাকে আটক করা হয় নিপুণকে। বিমানবন্দরে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি ঢাকায় ফেরত যান।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা নূর-ই-বাহার বলেন, ‘সকাল সোয়া ১০টার ফ্লাইটে অভিনেত্রী নিপুণের লন্ডনে যাওয়ার কথা ছিল। গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তাকে বোর্ড করতে দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘তাকে আটক করা হয়নি, আপত্তির কথা জানানো হয়েছে। এরপর তিনি তার মতো ফিরে গেছেন।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝