gramerkagoj
মঙ্গলবার ● ১৪ জানুয়ারি ২০২৫ ১ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন
প্রকাশ : শুক্রবার, ১০ জানুয়ারি , ২০২৫, ১২:৪৩:০০ পিএম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
GK_2025-01-10_6780bd683f89f.jpg

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের হিমশীতল হাওয়ায় হাড়কাঁপুনি শীতে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা। এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে লোকজনকে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরে এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এরআগে গতকাল বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, সকাল ৯টায় জেলায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মাঝারি ধরা হয়। এছাড়া ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু ধরা হয়।
তাপমাত্রা আরও নিচের দিকে নেমে যেতে পারে বলেও জানান তিনি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝