gramerkagoj
মঙ্গলবার ● ১৪ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ষাটোর্ধ্ব মায়েদের মধ্যে জয়তীর শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৯:৩৪:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-01-09_677ff8536e8d6.jpg

জয়তী সোসাইটি যশোরের সভাকক্ষে ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির উদ্যোগে ষাটোর্ধ্ব মায়েদের মধ্যে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচির সভাপতি নূরুল ইসলাম। বৃদ্ধাশ্রম নয় পরিবারই হোক বয়ষ্কদের জন্য নিরাপদ আনন্দ আশ্রম। এই কর্মসূচির আওতায় ৪০০ মায়ের মধ্যে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়।
এ বছর শীতে এসব মাকে একটি চাদর, সাবান, ভ্যাসলিন ও চাল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। বিশেষ অতিথি ছিলেন জয়তী ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচির সদস্য ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সদস্য রাফফাত আরা ডলি, জয়তীর সভাপতি কাজী লুৎফুন্নেসা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, এডাব যশোরের সহসভাপতি শাহাজান নান্নু, সংস্থার পরিচালক অর্চনা বিশ্বাস, ম্যানেজার (অর্থ ও প্রশাসন) অসীম কুমার বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, হারুন অর রশিদ, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুনসহ জয়তী সোসাইটির সকল কর্মকর্তা-কর্মচারীরা। সঞ্চালনা করেন ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝