gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মোংলায় খালেদা জিয়ার নামে স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রম নির্মাণে বিএনপি নেতার উদ্যোগ সভাপতি পদে দুই ও সম্পাদক পদে চারজনসহ ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, আওয়ামীপন্থীরা মাঠে নেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে লড়বে উপশহর ও ফতেপুর জোড়া গোলের জয়ে সেমিতে চৌগাছা পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন যশোরে মটরস পার্টস দোকান থেকে ককটেল উদ্ধার, মালিক পলাতক
যশোরে দু’চাকুসহ তিনজন আটক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৯:১২:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-01-09_677fec9047192.jpg

যশোরে পৃথক অভিযান চালিয়ে দু’টি চাকুসহ তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় আলদা দুইটি মামলা হয়েছে।
কোতয়ালি থানার এসআই অমৃত কুমার দাস জানিয়েছেন, বুধবার রাত দেড়টার দিকে শহরের চিত্রামোড়ে চাকুসহ দুই যুবককে আটক করা হয়। তারা হলো, পূর্ব বারান্দী মোল্লাপাড়ার ওসমান গণির ছেলে ইয়াসিন আরাফাত এবং সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার মোহাম্মদ আলীর ভাড়াটিয়া নিহাল বিশ্বাসের ছেলে শাহরুখ বিশ্বাস ।
চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, বুধবার বিকেলে গোপন সূত্রে সংবাদ পেয়ে শহরতলীর চানপাড়ার আলী মোড়ের আনোয়ারের চায়ের দোকানের সামনে থেকে চাকুসহ আল আমিন নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সে শহরের সিটি কলেজপাড়া মোহাম্মদ শহিদের ছেলে। সন্ত্রাসী আল আমিনের বিরুদ্ধে কোতয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।

আরও খবর

🔝