শিরোনাম |
যশোরে পৃথক অভিযান চালিয়ে দু’টি চাকুসহ তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় আলদা দুইটি মামলা হয়েছে।
কোতয়ালি থানার এসআই অমৃত কুমার দাস জানিয়েছেন, বুধবার রাত দেড়টার দিকে শহরের চিত্রামোড়ে চাকুসহ দুই যুবককে আটক করা হয়। তারা হলো, পূর্ব বারান্দী মোল্লাপাড়ার ওসমান গণির ছেলে ইয়াসিন আরাফাত এবং সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার মোহাম্মদ আলীর ভাড়াটিয়া নিহাল বিশ্বাসের ছেলে শাহরুখ বিশ্বাস ।
চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, বুধবার বিকেলে গোপন সূত্রে সংবাদ পেয়ে শহরতলীর চানপাড়ার আলী মোড়ের আনোয়ারের চায়ের দোকানের সামনে থেকে চাকুসহ আল আমিন নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সে শহরের সিটি কলেজপাড়া মোহাম্মদ শহিদের ছেলে। সন্ত্রাসী আল আমিনের বিরুদ্ধে কোতয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।