gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
১৫ বছর পর মাগুরার মিটু হত্যা মামলার আসামি আটক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৯:১১:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-01-09_677fe75fb997e.png

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামে মিটু হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেছে পিবিআই যশোর। মামলার তদন্ত শেষে প্রধান আসামি ছিদ্দিক মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। ছিদ্দিক সংকোচখালী গ্রামের আব্দুস সালাম মুন্সির ছেলে।
পিবিআই জানায়, ২০০৯ সালের ২১ এপ্রিল সকালে মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামের এক স্থানে মিটুর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পরে মিটুর বাবা বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ছিদ্দিক মুন্সিসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।
পিবিআই যশোরের তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, তার তদন্তে উঠে আসে মিটু হত্যাকান্ডে ছিদ্দিক মুন্সি সরাসরি জড়িত। তার প্রেক্ষিতে বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে ছিদ্দিককে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে মাগুরা আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, মামলাটি প্রথমে সিআইডি তদন্ত করে চার্জশিট দাখিল করে। তবে,আসামিপক্ষ উচ্চ আদালতে মামলার স্থগিতাদেশ নেন। ২০১৬ সালে স্থগিতাদেশ খারিজ হলে আদালত পিবিআই যশোরকে পুনরায় মামলাটি তদন্তের নির্দেশ দেয়। পরবর্তীতে আবারও স্থগিতাদেশ নেয় আসামিপক্ষ। অবশেষে ২০২৪ সালের অক্টোবর মাসে আদালত স্থগিতাদেশ বাতিল করে পিবিআই যশোরকে মামলাটি অধিকতর তদন্তের দায়িত্ব দেয়। তদন্তে উঠে আসে পূর্বপরিকল্পিতভাবে ছিদ্দিক মুন্সির নেতৃত্বে হত্যাকান্ড চালানো হয়েছে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝