gramerkagoj
বুধবার ● ১৮ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২
gramerkagoj
বাড়িবাথান গ্রামের মাঠ থেকে গ্রেনেড উদ্ধার
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৯:০৩:০০ পিএম
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
GK_2025-01-09_677fe56d77454.jpg

কালীগঞ্জের বাড়িবাথান গ্রামের মাঠ থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার বাড়িবাথান গ্রামের চরপাড়া মাঠ থেকে এ গ্রেনেড উদ্ধার করা হয়।
র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে বাড়িবাথান গ্রামের মাঠে পরিত্যক্ত জায়গায় একটি বোমা সাদৃশ্য আছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ঘাসের ভেতরে থাকা একটি বোমা উদ্ধার করে। উদ্ধারকৃত বোমাটি আরজে এসএম ৩৬ গ্রেনেড বলে র‌্যাব নিশ্চিত হন। পরে র‌্যাবের বোম ডিস্পোজাল ইউনিট গ্রেনেডটি মাঠের মধ্যে ধ্বংস করে।
তবে গ্রেনেডটি কে বা কারা এখানে রেখে গেছে সেটি জানতে পারেনি। অভিযান কালে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝