শিরোনাম |
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় সিদ্ধান্ত হয়েছে নতুন নিয়ম। হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে হবে ম্যাচগুলো। ১৫ জুন থেকে ১৫ জুলাই অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। খেলা হবে এক সাথে তিনটি দেশে। ফাইনাল ম্যাচ হবে দু’বার। ফাইনালে ওঠা দুই দেশ দুই দেশে খেলবে। সাফের এই ফরমেশন আগেই বলা হয়েছিল। অনুমোদনের অপেক্ষায় ছিল।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফের নির্বাহী কমিটির সভায় এ সব অনুমোদন হয় বলে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক জানিয়েছেন। সভাপতি ছিলেন কাজী সালাহউদ্দিন। নতুন ফরম্যাটে সাফ আয়োজন করার আগে সাফের মার্কেটিং প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা করে নিতে হয়েছে। সাফের মার্কেটিং প্রতিষ্ঠান হচ্ছে স্পোর্টফাইভ। তারাও নতুন আদলে সাফ আয়োজনে সম্মতি দিয়েছে। প্রথম আসরটি ঘোষিত সময়ে হবে কিনা সেটা নিয়ে শঙ্কা উড়িয়ে দিচ্ছে না সাফের কর্মকর্তারা।
কারণ নতুন আদলে সাফ দেশগুলো এক দেশ হতে অন্য দেশে খেলতে যাবে। উপমহাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কখন কেমন থাকে, কিংবা পরিবর্তন হয় কিনা। পরিবর্তিত পরিস্থিতি কেমন হবে সেটিও নিশ্চিত না। সবকিছু ঠিকঠাক থাকলে তো কথাই নেই। হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হবে। আর যদি পরিস্থিতি অনুকূলে না থাকে তাহলে সাফ হবে এক ভেন্যুতে, আগের নিয়মে। তখন ভেন্যু নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সাফের সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, যদি এর মধ্যে নতুন পরিস্থিতি তৈরি হয় এবং অন্যান্য দেশ নতুন সাফ নিয়ে কথা বলে, তাহলে এ বছর সেটি হবে না। সেক্ষেত্রে এক ভেন্যুতেই পুনরায় আগের সাফের নিয়মেই, এক দেশে খেলা হবে। পরে আবার নতুন নিয়মে খেলা হবে। সব কিছুই নির্ভর করবে আলোচনার উপর।