gramerkagoj
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম শাহীন চাকলাদারসহ চারজনের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা যশোর-খুলনা মহাসড়কের চেংগুটিয়া বুড়োর দোকান এলাকায় চরম দুর্ভোগ চট্টগ্রামে দুই জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত, আইইডিসিআরের সিদ্ধান্তের অপেক্ষা তিন নির্বাচনে প্রশংসাকারী পর্যবেক্ষকদের বাদ দেবে নির্বাচন কমিশন: সিইসি বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প ফরিদা পারভীন বেঁচে আছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান স্বামীর যশোরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার দুই নেতাকে শোকজ নোটিশ খুলনাসহ ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক লাবু
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৪:৫১:০০ পিএম
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি:
GK_2025-01-09_677fa4734731c.jpeg

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন লালমনিরহাটের কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক লাবু (৭৫)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পার নেতৃত্বে তাঁকে সম্মান প্রদর্শন করা হয়। পরে জানাযার নামাজ শেষে কাকিনা চাপাতল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এর আগে, গত বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তিনি, স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক লাবু উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা চাপারতল এলাকার বাসিন্দা। দেশ স্বাধীনের পরবর্তীতে বিডিআরের সৈনিক পদে যোগদান করে সুবেদার পদমর্যাদায় অবসর গ্রহণ করেন তিনি। মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

🔝