gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ লোডশেডিং-ডলার সঙ্কটের কারণে

পলিকন লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০২:২৩:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-01-09_677f7fe6a07aa.jpg

গাজীপুরের কোনাবাড়ীর পলিকন লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।
পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহির স্বাক্ষরিত নোটিশে বলা হয়-ডলার সঙ্কটের কারণে বিগত এক বছরের অধিক সময় ধরে পলিকন লিমিটেড কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয়। বিগত ২০২৩ সালের জুন থেকে প্রচন্ড লোডশেডিং হওয়ায় ফ্যাক্টরির উৎপাদন ৮০ শতাংশ কমে যায়।
নোটিশে আরও উল্লেখ করা হয়- ব্যাংক ঋণ, বকেয়া বেতন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল কোনোটাই সঠিকভাবে বিগত আড়াই বছর যাবত শোধ করতে না পারায় আমাদের ৪০ বছরের পুরোনো প্রতিষ্ঠান আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
এছাড়াও আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে সব বকেয়া বেতন পরিশোধ করা হবে।
পলিকন লিমিটেডের শ্রমিক ইকবাল হোসেন জানান, ১৭ বছর যাবত এই কারখানায় চাকরি করি। চার মাসের বকেয়া বেতন পাবো। গতকালও আমরা ডিউটি করেছি। আজ সকালে অফিসের গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পাই। শেষ বয়সে আমরা কোথায় চাকরি নেবো। কিভাবে চলবে সংসার।
মেকানিক্যাল সেকশনের জাহাঙ্গীর আলম নামে আরেক শ্রমিক বলেন, ৩৭ বছর ধরে এ কারখানায় চাকরি করি। আমার হাতের আঙ্গুল একটি কেটে যায় কাজ করার সময়। হঠাৎ করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আমাদের কথা চিন্তা করল না মালিক। এ বয়সে কোথায় চাকরি পাবো, বউ পোলাপান না খেয়ে মরবে।
এ বিষয়ে পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহিরের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশ -২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী রোববার নভেম্বর মাসের এবং সোমবার শ্রমিকদের সঙ্গে কথা বলে পরবর্তীতে বকেয়া পরিশোধ করবে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝