gramerkagoj
মঙ্গলবার ● ১৪ জানুয়ারি ২০২৫ ১ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
দু’ম্যাচ নিষিদ্ধ ভিনিসিউস
প্রকাশ : বুধবার, ৮ জানুয়ারি , ২০২৫, ০৬:৫৯:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-01-08_677e782bdbeea.jpg

গত শুক্রবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষের ম্যাচে গোলরক্ষককে ঘাড় ধাক্কা দেওয়ায় লাল কার্ড দেখেছিলেন ভিনিসিউস। সেই লাল কার্ডের ঘটনায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাকে লা লিগায় দু’ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
এই নিষেধাজ্ঞার ফলে লা লিগায় আগামী ১৯ জানুয়ারি লাস পালমাস ও ২৬ জানুয়ারি রিয়াল ভায়োদোলিদের বিপক্ষের ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিউস। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে খেলতে তার কোনো বাধা নেই।
ভ্যালেন্সিয়ার বিপক্ষের ম্যাচের ৭৮ মিনিটে গোলরক্ষক স্টোল দিমিত্রিয়েভস্কিকে ঘাড়ে ধাক্কা দেন ভিনি। এরপর রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। লাল কার্ড দেখে মাঠেই মেজাজ হারান ভিনি। তেড়ে যেতে চেষ্টা করেন রেফারির দিকে। তখন সতীর্থ ও কোচিং স্টাফরা তাকে একবার ধরে বেঁধে মাঠের বাইরে নিয়ে আসেন।
অবশ্য যে কারণে ভিনিকে কার্ড দেওয়া হয়েছিল কার্লো আনচেলোত্তির মতে সেটা লাল কার্ড পাওয়ার মতো ঘটনা ছিল না। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের লাল কার্ডের বিপরীতে আপিল করেছিলেন। কিন্তু সেই আপিল আবেদন টিকেনি।
অবশ্য ম্যাচ শেষ হওয়ার পর পরই ভিনিসিউস তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝