gramerkagoj
মঙ্গলবার ● ১৪ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সিরিজ বাঁচিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা
প্রকাশ : বুধবার, ৮ জানুয়ারি , ২০২৫, ০৬:৪৮:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-01-08_677e76cdcf9db.JPG

চার ম্যাচ টি-২০ সিরিজের প্রথম দু’টিতে হার বাংলাদেশের। কিন্তু তৃতীয় ম্যাচে জয় পেয়েছে। কলম্বোতে বুধবার অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে লঙ্কান মেয়েরা। এই রান দুই বল হাতে রেখে তাড়া করে জয় নিশ্চিত করে বাংলাদেশ। চার ম্যাচ সিরিজে প্রথম জয় এটি। ২-১ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। একই মাঠে বৃহস্পতিবার শেষ ম্যাচে মাঠে নামবে দু’দল।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। ভালো কোনো জুটি গড়তে পারেনি তারা। তবে শেষদিকে হিরুনি হানসিকা ও শাশিনি গিমহানির ২১ বলে ৩৬ রানের জুটিতে শত রান পার করে দলটি। হানসিকা ১৯ বলে ২৪ ও গিমহানি সাত বলে ১৪ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দু’টি উইকেট নেন আনিসা আক্তার সুবহা। এছাড়া নিশিতা আক্তার, ফাহমিদা, জান্নাতুল মাওয়ারাও করেছেন দারুণ বোলিং।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই বলেই উইকেট হারায় বাংলাদেশ। পরপর ফেরেন ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা। এই চাপ সামলে তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন সাদিয়া ইসলাম ও ফাহমিদা ছোঁয়া। ২৮ বলে ২৪ রান করে সাদিয়া ফিরলে ভাঙে এ জুটি। তবে লড়তে থাকেন ফাহমিদা। ৪২ রান করে ফেরেন তিনি।
এরপর ১৩ রান করে সুমাইয়া ফিরলে বাকি কাজটা শেষ করেন ফাহমিদা। ১৮ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝