gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মণিরামপুরে ইটভাটার মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মোংলায় খালেদা জিয়ার নামে স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রম নির্মাণে বিএনপি নেতার উদ্যোগ সভাপতি পদে দুই ও সম্পাদক পদে চারজনসহ ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, আওয়ামীপন্থীরা মাঠে নেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে লড়বে উপশহর ও ফতেপুর জোড়া গোলের জয়ে সেমিতে চৌগাছা পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মেসি-সুয়ারেজের সঙ্গে জুটির ইঙ্গিত নেইমারের
প্রকাশ : বুধবার, ৮ জানুয়ারি , ২০২৫, ০৬:৪৩:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-01-08_677e741a6740c.jpg

আগামী জুনে চুক্তির মেয়াদ শেষে আল হিলাল ছাড়তে পারেন নেইমার। সেই ইঙ্গিত দিয়েও দিয়েছেন। তার সম্ভাব্য গন্তব্য হতে পারে মেসির ক্লাব ইন্টার মিয়ামি। সিএনএন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছেন, মেসি ও সুয়ারেজের সাথে আবারও একসঙ্গে খেলা হবে অসাধারণ।
২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমার মিলে বার্সেলোনায় আইকনিক ত্রয়ীর জন্ম দেন। ‘এমএসএন’ নামে পরিচিত এই ত্রয়ীর ৩৬৪টি গোল ও ১৭৩টি অ্যাসিস্ট রয়েছে। তাদের অসাধারণ নৈপূণ্যে প্রথম মৌসুমে জিতে নেয় ট্রেবলও ।
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমার প্যারিস সেন্ট-জার্মেইয়ে যোগ দিলে অবসান ঘটে এই সফল ত্রয়ীর।
২০১০ সালে ব্রাজিল দলে অভিষেকের পর ১২৮ ম্যাচ খেলে ৭৯ গোল করেছেন নেইমার। হয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে জাতীয় দলের হয়ে এখনো বড় কোনো ট্রফি জেতা হয়নি এই ফরোয়ার্ডের। তার জাতীয় দলের অধ্যায় শেষ হতে পারে বড় কোনো শিরোপা না জিতেই।
ইনজুরির কারণে বর্তমানে রয়েছেন জাতীয় দলের বাইরে।

আরও খবর

🔝