gramerkagoj
মঙ্গলবার ● ১৪ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নতুন মামলায় কামরুল-পলকসহ ৫ জন গ্রেপ্তার
প্রকাশ : বুধবার, ৮ জানুয়ারি , ২০২৫, ০১:০০:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-01-08_677e213c6c6e6.jpg

ছাত্র-জনতার আন্দোলন ঘিরে রাজধানীর পৃথক থানায় দায়ের করা হত্যা ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ পাঁচ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আরও যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ ও আবুল হোসেন।
এরআগে রাজধানীর পৃথক থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এদিন সকাল ৯ টার দিকে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় কামরুল ইসলাম, আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজকে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় নজরুল ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। একই আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
রাজধানীর ভাষানটেক থানার হত্যা মামলায় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া, যাত্রাবাড়ী থানার মো. সাব্বির হাওলাদার হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝