gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ওদের সমস্যার সমাধান দরকার
প্রকাশ : মঙ্গলবার, ৭ জানুয়ারি , ২০২৫, ০৮:৫৯:০০ পিএম
সম্পাদকীয়:
GK_2025-01-07_677d417b3fcb2.jpg

চাকরিতে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রশিক্ষণ চলা অবস্থায় অব্যাহতি পাওয়া এসআইরা। সোমবার সকাল ৯টার পর প্রথমে তারা সচিবালয়ের ২ নম্বর গেইটের সামনে অবস্থান নেন। পরে তারা সচিবালয়ের বিপরীত পাশে অবস্থান নিয়েছেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মোস্তফা সাংবাদিকদের বলেন, “গতকাল সকাল থেকে সচিবালয়ের সামনে আমরা অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। সরকার বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। আজকে সকাল ৯টা থেকে অবস্থান কর্মসূচি পালন করছি। কিছুক্ষণ আগে আমাদের তিনজন প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন। সচিব স্যারের সাথে কথা বলছেন।" কোনো সিদ্ধান্ত আসছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সচিব স্যার ৭দিন সময় চাইছেন- আমাদের নিয়ে কী করা যায়, সেটার জন্য।" নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি পালন করব। চাকরিতে পুর্নবহাল করার সিদ্ধান্ত নিতেই যদি এক সপ্তাহ লাগে, সেটা কেমন ব্যাপার? কী করবেন ওনারা, সেটা আজকেই জানাতে হবে।"
আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে। আমরা মনে করি, রাজনৈতিক বিবেচনায় নয়, ওদের জীবন-জীবিকার কথা চিন্তা করে আন্তরিকতা নিয়ে ওদের সমস্যার সমাধান করা দরকার। তা না হলে, শুধু এই গুটিকতক লোক নয়, তাদের পরিবারও পুরোপুরি পথে বসে যাবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝