gramerkagoj
বুধবার ● ১৮ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২
gramerkagoj
মারা গেলেন অভিনেত্রী অঞ্জনা রহমান
প্রকাশ : শনিবার, ৪ জানুয়ারি , ২০২৫, ১০:৫২:০০ এএম
বিনোদন ডেস্ক:
GK_2025-01-04_6778be9a77050.jpg

মারা গেলেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী দীর্ঘ ১০ দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে অচেতন অবস্থায় ভর্তি থাকার পরও অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় বুধবার রাতে তাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শিল্পী সমিতির সাভপতি শহীদ হাসান মিশা (মিশা সওদাগর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা। ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।
এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আরও খবর

🔝