gramerkagoj
মঙ্গলবার ● ১৪ জানুয়ারি ২০২৫ ১ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মারা গেছেন ‘বাঘা যতীন’ সিনেমার পরিচালক অরুণ রায়
প্রকাশ : বৃহস্পতিবার, ২ জানুয়ারি , ২০২৫, ০৫:০১:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-01-02_67766876e6de8.jpg

মারা গেলেন ‘বাঘা যতীন’ সিনেমার পরিচালক অরুণ রায়। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোররাতে কলকাতার আরজি কর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন একাধিক তারকা।
অরুণ রায় বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত এক বছরেরও বেশি সময় ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সপ্তাহখানেক আগে ফুসফুসে সংক্রমণের কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে।
সম্প্রতি এ নির্মাতাকে দেখতে আর জি কর হাসপাতালে গিয়েছিলেন ‘বাঘা যতীন’ সিনেমার নায়ক দেব। অরুণ রায়ের প্রথম সিনেমা ‘হীরালাল’। এটি দর্শকের মাঝে সাড়া ফেলেছিল। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ডাক্তার তথা অভিনেতা কিঞ্জল নন্দ।
দেব অভিনীত ‘বাঘা যতীন’ সিনেমার শুটিংয়ের সময় ক্যানসার ধরা পড়ে পরিচালক অরুণ রায়ের। তবে এ জন্য সিনেমার কাজ বন্ধ রাখেননি তিনি। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে তার। অসুস্থতা নিয়েই সিনেমার শুটিং শেষ করেছিলেন এ নির্মাতা। শুধুই ‘বাঘা যতীন’ নয়, শেষ করেন ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমার কাজও। অরুণ রায় পরিচালিত আরও উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘এগারো’, ‘৮ / ১২ বিনয়-বাদল-দীনেশ’। তার মৃত্যুতে টালিগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝