gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রেকর্ড ভাঙল শাকিব খানের 'তুফান'
প্রকাশ : শুক্রবার, ২৭ ডিসেম্বর , ২০২৪, ০৪:০০:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-12-27_676e67dce2212.jpg

সিনেপ্লেক্সের ২০ বছরের রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করলো বাংলাদেশি সিনেমা। মানসম্মত বাংলাদেশি সিনেমার পাশাপাশি বিদেশি সিনেমাও প্রদর্শন করে দর্শকদের কাছে এক আস্থার নাম হয়ে উঠেছে এই মাল্টিপ্লেক্সটি। এবার এই সিনেপ্লেক্সে হলিউড-বলিউড সিনেমাকে টপকে সবচেয়ে সফল সিনেমা হওয়ার গৌরব অর্জন করলো সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। চলতি বছর ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে শাকিবের বিপরীতে ছিলেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও দেশের মাসুমা রহমান নাবিলা।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘তুফান’ হচ্ছে এ বছর সবচেয়ে দর্শকনন্দিত সিনেমা। পাশাপাশি গত ২০ বছরে সিনেপ্লেক্সে যত সিনেমা প্রদর্শন হয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা সিনেমা হচ্ছে ‘তুফান’। তাই ‘তুফান’কে ব্যবসায়িক হিসেবে ও দর্শক প্রশংসায় সব ভাবে সেরা মনে করে স্টার সিনেপ্লেক্স। তিনি আরও বলেন, ‘তুফান’ মুক্তির দুই মাস পর দেশে ছাত্র-জনতার আন্দোলন হয়। এতে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায়। এতে করে দেশের সব কিছুর পরিবর্তন ঘটে। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে তুফান আরও কত মাইলফলক স্পর্শ করতো তার ঠিক নেই। তুফানের আগে স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ লাভজনক সিনেমা ছিল ‘অ্যাভেটর’ এবং ‘জওয়ান’। চলতি বছর এ দু’টি সিনেমাকে টপকে শীর্ষে উঠে এসেছে ‘তুফান’।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝