gramerkagoj
মঙ্গলবার ● ১৪ জানুয়ারি ২০২৫ ১ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
প্রকাশ : বুধবার, ২৫ ডিসেম্বর , ২০২৪, ০১:১৬:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-12-25_676bac80a528d.jpg

ইনসট্যান্ট মেসেজিং সার্ভিস পরিষেবা হিসেবে প্রথম ভরসাই হচ্ছে হোয়াটসঅ্যাপ ৷ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। হোয়াটঅ্যাপ ছাড়া এক মুহূর্ত চলা কঠিন ৷ নতুন বছরের শুরুতেই অশনি সংকেত ৷ ২০২৫-এর প্রথম দিন থেকে বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই অ্যাপ আর কাজ করবে না । জানা যায় ১ জানুয়ারি, ২০২৫ থেকে, অ্যাপটি আর প্রায় ২০টি স্মার্টফোনে চলবে না। যার মধ্যে রয়েছে স্যামসাং, মটোরোলা, এইচটিসি, এলজি এবং সোনির জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন।
একনজরে দেখে নেওয়া যাক ফোনের তালিকা-
স্যামসাং : Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini
মোটোরোল : Moto G (1st Gen), Razr HD, Moto E 2014
এইচটিসি : One X, One X+, Desire 500, Desire 601
এলজি : Optimus G, Nexus 4, G2 Mini, L90
সনি : Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V
প্রসঙ্গত, আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তোলার জন্য মাঝে-মধ্যে সমস্ত স্মার্টফোনে আপডেট আসে। এছাড়াও আপডেটে কিছু নতুন ফিচার যুক্ত করা হয়। একইভাবে আবার বাতিলও করা হয়। তবে ফোনের হার্ডওয়ারের উপর নির্ভর করে যে হ্যান্ডসেটটি কতগুলো আপডেট সাপোর্ট করবে।
একইভাবে অ্যাপগুলোও বিভিন্নরকম আপডেট নিয়ে আসে। স্বাভাবিকভাবেই একটা সময়ের আগেকার ফোনে অ্যাপগুলোর লেটেস্ট ভার্সন সাপোর্ট করে না। সেই কারণেই একটা সময়ের পর নির্দিষ্ট কিছু ওএস ভার্সনের ফোনে কাজ করে না কিছু অ্যাপ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝