শিরোনাম |
সম্প্রতি, যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা সংবাদমাধ্যম ঠিকানা এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সারজিস আলম ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেনর তুমুল বিতর্ক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১১ লক্ষাধিক বার।
ফ্যাক্টচেক
গ্রামের কাগজ ফ্যাক্টচেক টিম অনুসন্ধান করলে দেখা যায়, সাম্প্রতিক সময়ে খালেদ মুহিউদ্দীনের একই টকশোতে সারজিস আলম ও সাদ্দাম হোসেন দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত। প্রকৃতপক্ষে, ঠিকানায় ‘কিছু বিপ্লবে, কিছু সংবিধানে। বিষয়ে খালেদ মুহিউদ্দীনের টকশো থেকে সারজিস আলম ও খালেদ মুহিউদ্দীনের কথোপকথনের একটি অংশের ফুটেজের সাথে ২০২৩ সালের ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ অনুষ্ঠানের ‘আঁতাত ও আন্দোলনের রাজনীতি বিষয়ে টকশো ভিডিও থেকে সাদ্দাম হোসেনের ভিডিও ক্লিপ নিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি থেকে কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৯ অক্টোবর ‘বিএনপির দিকে তাকিয়ে আওয়ামী লীগ’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওতে খালেদ মুহিউদ্দীন ও সারজিস আলমের ভিডিও ফুটেজেটি পাওয়া যায়। তবে, এই টক-শোতে সাদ্দাম হোসেনকে দেখা যায়নি। ঠিকানায় খালেদ মুহিউদ্দীনের এই টকশোতে সারজিস আলম ছাড়াও অতিথি হিসেবে দেখা যায় জি-নাইনের সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থকে।
পরবর্তীতে, সাদ্দাম হোসেনের ভিডিওর অনুসন্ধানে ‘DW বাংলা টকশো’ ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ জুন ‘আঁতাত ও আন্দোলনের রাজনীতি’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে সাদ্দাম হোসেনের ভিডিও ফুটেজটি পাওয়া যায়। ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ এই টকশো অনুষ্ঠানে অতিথি হিসেবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছাড়াও অতিথি হিসেবে দেখা যায় গণ অধিকার পরিষদের সাবকে সদস্যসচিব ও বর্তামান সভাপতি নুরুল হক নূরকে।
অর্থাৎ, দুটি ভিন্ন সময়ের ভিন্ন গণমাধ্যমের টক-শোর ভিডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।