gramerkagoj
মঙ্গলবার ● ১৪ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আবারো বিয়ের পিঁড়িতে বসছেন রাশমিকা?
প্রকাশ : রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪, ০১:৫১:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-12-22_6767be29ad696.jpg

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার প্রেম নিয়ে গুঞ্জন শোনা যায় বহু দিন ধরেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের জন্য কেমন পাত্র চান—তা জানিয়েছেন রাশমিকা।
নায়িকা বলেন, আমার জন্য সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা— সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে।
তিনি আরও বলেন, আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালোবাসে, আমার যত্ন করে। একজন ভালো হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না।
রাশমিকা মনে করেন, প্রেমের সম্পর্কে বন্ধুত্ব থাকাটাও জরুরি। সঙ্গী এমন বন্ধু হবে যে ভালো দিনেও আপনার পাশে থাকবে, আবার খারাপ দিনেও আপনার হাত শক্ত করে ধরে রাখবে।
মান্দানা কিরিক পার্টি চলচ্চিত্রের শুটিং চলাকালীন রক্ষিত শেঠির সাথে প্রেমের সম্পর্কে জড়ান এবং ২০১৭ সালের ৩ জুলাই তারা বিয়ে করেন। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে মতভিন্নতার কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝