gramerkagoj
মঙ্গলবার ● ১৪ জানুয়ারি ২০২৫ ১ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সিরিয়ার আয়না ঘর নয়, এই ছবি ভিয়েতনামের জাদুঘরের
প্রকাশ : শুক্রবার, ১৩ ডিসেম্বর , ২০২৪, ০৭:২৯:০০ পিএম
:
GK_2024-12-13_675c39589d403.jpg

গত ৮ ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহীদের আন্দোলনের মুখে বাশার আল আসাদ দেশ ছাড়তে বাধ্য হন। এরপরই দেশটির সায়দনায়া কারাগারে থাকা হাজার হাজার বন্দী মানুষকে মুক্ত করা হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি, সিরিয়ার আয়না ঘরের দৃশ্য দাবিতে একটি ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ফেসবুক টিকটকে প্রচার করা হয়েছে । শেয়ার লাইক হয়েছে অনেক বেশি ।

 


ফ্যাক্টচেক


ছবিটি গ্রামের কাগজ ফ্যাক্টচেক টিম অনুসন্ধান করলে দেখা যায়, এটি সিরিয়ার আয়না ঘরের ছবি নয় বরং ভিয়েতনামের জাদুঘরের ছবিকে সিরিয়ার কারাগারের ছবি দাবিতে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে ছবির স্টোরেজ সংক্রান্ত ওয়েবসাইট অ্যালামিতে ২০০৮ সালে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য পাওয়া যায়।

ছবিটি দেখলে ও বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ভিয়েতনামের হো চি মিন সিটির যুদ্ধের অবশিষ্টাংশ বিষয়ক যাদুঘরের ছবি। এই ছবিটি একটি রেপ্লিকার।


এছাড়া Faheyjamestravel নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।

 

সুতরাং, সিরিয়ার কারাগারের আয়না ঘরের ছবি দাবিতে যে ছবিটি সেই দাবিটি মিথ্যা। তাই বলা সিরিয়ার আয়না ঘরের দৃশ্য দাবিতে একটি ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ফেসবুক টিকটকে প্রচার করা হয়েছে। এই ছবি ভিয়েতনামের জাদুঘরের ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝