শিরোনাম |
যশোরের মোবারককাঠী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিম রেজার বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনীর সদস্যরা। এসময় সেলিমাসহ তিনজনকে আটক করা হয়েছে এবং তার বাড়ি থেকে ২২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৮৩ হাজার ছয়শ’ ৭০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
আটকরা হলেন, ওই গ্রামের আমির আলীর ছেলে সেলিম রেজা, শহরের বেজপাড়া মেইনরোডের মৃদ আবু তালেবের ছেলে ইব্রাহিম খলিল বাবু ও পূর্ব বারান্দিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে ডালিম হোসেন।
কোতোয়ালি থানার এসআই অভিজিৎ সিংহ রায় জানান, খবর আসে সেলিম রেজার বাড়িতে মাদক নিয়ে একটি চক্র অবস্থান করছেন। যৌথ বাহিনী খবর পেয়ে রোববার সন্ধ্যার পর সেলিম রেজার বাড়িতে অভিযান চালায়। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে তাদের কাছে মাদক রয়েছে বলে স্বীকার করেন। পরে যৌথবাহিনী তাদের কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল, পাঁচটি ফেনসিডিলের খালি বোতল, নগদ ৮৩ হাজার ছয়শ’ ৭০ টাকা, একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।