শিরোনাম |
নাশকতার দুই মামলায় আওয়ামী লীগের আরও চারজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটকরা হলেন, শহরের শংকরপুর এলাকার মৃত শাহাদত হোসেনের ছেলে জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক মেম্বার মাসুদুর রহমান, চাঁচড়া ডালমিল এলাকার মেয়ন উদ্দিনের ছেলে সেলিম হোসেন ও চৌগাছা উপজেলার কোটালীপুর গ্রামের আনছার আলীর ছেলে সাইদুর রহমান।
পৃথক দুইটি নাশকতা মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, আটকদের মধ্যে জাহাঙ্গির ও মাসুদুরকে ফতেপুরে নাশকতা পরিকল্পনার একটি মামলায় আটক করা হয়েছে। এছাড়া, অপর দুইজনকে কানাইতলা এলাকায় নাশকতা পরিকল্পনার মামলায় আটক দেখানো হয়েছে।