শিরোনাম |
পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নিয়ে খুশি ছিলেন যশোরবাসী। তবে কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী নতুন রেলপথে যশোর হয়ে তিনটির পরিবর্তে চলবে একটিমাত্র ট্রেন। এতে ক্ষুব্ধ যশোরবাসী। এ সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠেই রয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। তারা ছয় দফা দাবিতে আগামিকাল দুপুর ১টায় যশোর রেলওয়ে স্টেশনে রেল অবরোধ কর্মসূচি পালন করবে।
পদ্মাসেতু রেল প্রকল্পের উদ্বোধনী উপলক্ষে পূর্বঘোষিত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। যদিও এদিন এ রুটে রেল চালু হওয়ার কথা থাকলেও তা হচ্ছেনা।
বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির দাবিগুলো হচ্ছে-বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেন চালুসহ দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেন চালু, নিজ শহর থেকে প্রতিদিন ঢাকায় অফিস করার জন্য ট্রেনের সময়সূচি তৈরি, আন্তঃনগর ট্রেনে সুলভ বগি যুক্ত করা, ট্রেনের ভাড়া বাসভাড়া থেকে কম রাখা, ট্রেনের টিকিট প্রাপ্তির সহজ পদ্ধতি চালু, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা এবং দর্শনা-খুলনা রেলপথ দ্রুত ডবল করা। এদিকে, কর্মসূচি সফল করতে যশোরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেছেন সংগ্রাম কমিটির আহ্বায়ক কাওসার আলী ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন। তারা যথাসময়ে যশোর রেলস্টেশনে এসে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, আজ থেকে এ পথে রেল চালুর কথা থাকলেও জনবল সংকটের কারণে তা করা সম্ভব হচ্ছেনা বলে জানিয়েছেন রেলের নবনিযুক্ত মহাপরিচালক আফজাল হোসেন। তবে, ডিসেম্বরেই রেল চালুর সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।