gramerkagoj
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নড়াইলে পুলিশ সদস্যকে  কুপিয়ে জখমের অভিযোগ
প্রকাশ : সোমবার, ২ ডিসেম্বর , ২০২৪, ০৯:২০:০০ পিএম
আব্দুল কাদের, নড়াইল:
GK_2024-12-02_674dd0613ecf6.jpg
নড়াইলের লোহাগড়া উপজেলায় শাওন হোসেন (২৬) নামে একজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন কনস্টেবলকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মধ্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহত শাওন হোসেন উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে। তিনি বরিশালে রেঞ্জে কর্মরত। 
শাওন গত ২৭ নভেম্বর ছুটিতে নিজ বাড়িতে আসেন। তিনি অভিযোগ করেন, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের পুলিশ কনস্টেবল দেলোয়ার ফকিরের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা ও ঘরবাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার দুপুরে একই গ্রামের মৃত আমির হোসেন ফকিরের ছেলে মফিজ ফকির, লায়ন ফকির, মেহেদী ফকির, আব্দুর রহমান, শাহানারা বেগম ও রুমা বেগম রাম দা, ছ্যান দা, লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে বাড়িতে এসে তার উপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 
এ সময় তার সঙ্গে থাকা অন্যান্যদেরও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ করেন শাওন। তবে এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, পুলিশ সদস্যের ওপর হামলার এ ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝