gramerkagoj
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বির মরদেহ উত্তোলন
প্রকাশ : সোমবার, ২ ডিসেম্বর , ২০২৪, ০৯:১৮:০০ পিএম
মাগুরা প্রতিনিধি:
GK_2024-12-02_674dd00f4d037.webp

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শহীদ মেহেদী হাসান রাব্বির দাফনের ১২০ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুরে মাগুরা সদর উপজেলার বরুতৈল গ্রামের কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ অগাস্ট মাগুরা শহরের ঢাকারোড ব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে রাব্বি মারা যান। ওই দিনই ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম, মেডিকেল অফিসার মামুনুর রশিদ ও মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই এহোসানুল হকের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। রাব্বি মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে।
মামলার তদন্তের স্বার্থে আদালত রব্বির মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝