gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম গর‌মে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত লোড‌শে‌ডিং হ‌তে পা‌রে: জ্বালা‌নি উপ‌দেষ্টা কেশবপুরে আ’লীগের লিফলেট বিতরণকালে আটক ২ নড়াইল থেকে নিখোঁজ বৃষ্টির মরদেহ মিলল বাগেরহাটের পুকুরে ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে কিন্তু শিক্ষা নেয় না চট্টগ্রামে ২ লাখ ৫৭ হাজার নাগরিকের তথ্য সংগ্রহ দীর্ঘদিনের লড়াইয়ের চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি গণঅভ্যুত্থানে আহত-নিহত পরিবারের সহযোগীতার জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে, উপদেষ্টা ফরিদা আখতার চট্টগ্রাম নগরীতে শ্রমিকদের সড়ক অবরোধ, বন্দরের কার্যক্রম ব্যাহত অনশন থেকে উঠে পুলিশের গাড়ি ভাঙচুর, বহিষ্কৃত প্রভাষককে গ্রেপ্তার সীতাকুণ্ডে ডিসি পার্কে হামলা: ভাঙচুর, আহত ২০
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কেশবপুরে মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে জখম
প্রকাশ : সোমবার, ২ ডিসেম্বর , ২০২৪, ০৯:১৫:০০ পিএম
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
GK_2024-12-02_674dcf45c1d4e.jpg

যশোরের কেশবপুরে মাছের ঘেরে কাজ করা নিয়ে দ্বন্দ্বে সাখাওয়াত হোসেন (৬৫) নামে একজন পাহারাদারকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মধ্যকুল এলাকার মুক্তারের মাছের ঘেরসংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘেরে কাজ করা নিয়ে দ্বন্দ্বে ইসহাক সরদার (৪০) নামে এক ব্যক্তি তাকে কুপিয়ে জখম করেছেন বলে এলাকাবাসীর অভিযোগ। ওই দুই ব্যক্তির বাড়িই পৌরসভার মধ্যকুল সরদারপাড়ায়।
এলাকাবাসী জানান, উপজেলার মধ্যকুল এলাকার মুক্তার আলীর মাছের ঘেরে দীর্ঘদিন ধরে এলাকার সাখাওয়াত হোসেন পাহারাদার হিসেবে কাজ করেন। ওই ঘেরে ইসহাক সরদারও এক সময় কাজ করতেন। এ নিয়ে ওই দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। সোমবার সকালে ঘেরসংলগ্ন এলাকায় সাখাওয়াত হোসেনকে পেয়ে ইসহাক সরদার ধারাল দা দিয়ে তার মাথায় কোপ মারেন। এতে সাখাওয়াত সরদার মারাত্মক জখম হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘের মালিক মুক্তার আলী বলেন, বছর দুয়েক আগে ইসহাক আলী দুই মাস ঘেরে কাজ করে স্বেচ্ছায় চলে যান। সাখাওয়াত হোসেন ও ইসহাক আলীর ভেতর কোন দ্বন্দ্ব আছে কিনা সেটা তার জানা নেই। ঘের সংক্রান্ত কোন ঘটনা ঘটেনি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝