gramerkagoj
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কলা নিয়ে ছলাকলা!
প্রকাশ : সোমবার, ২ ডিসেম্বর , ২০২৪, ০৯:০২:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2024-12-02_674dcc1762519.jpg

চারিদিকি শুনতিচি কলা নিয়ে হৈ জকার। কলা নিয়ে ছলাকলা হেতু জানতি যাইয়ে বুকোয় পড়লাম। সামান্য এক পাকা কলা যা টেপ দিয়ে দিয়ালে পেচায় রাখিল সিডাই নাই হইয়েচে সিরা শিল্পকম্ম।
আট একজিবিশনে এক পাকা কলা ছবি হিসেবে বিক্কির হইয়েচে আমাগের দেশের টাকায় ৭৪ কোটি টাকা। নিলামে পাকা কলাডা কিনে আবার স¹লির সুমকি সেই কলা ছুইলে খাইয়ে কইয়েচে সেইরাম টেস। এই নিয়ে বাইদেচে হুটোপাটা। ইতালীর শিল্পী মরিজিও ক্যাটালান এই কলাডা কচ টেপ দিয়ে দিয়ালে সাটাইলেন। ব্যস সিডাই হইয়ে গেলো বড় শিল্পকম্ম। নিলামের উটা এই শিল্পকম্ম কলাডা কেনেন চীনের বংশোদ্ভূত মুদরা ব্যবসায়ী জাস্টিন সান কাকু। ওই সময় তিনি কইলেন কলাডা তিনি খাইয়ে ফেলবেন। নিজির দিয়া সেই কতা জাস্টিন সান। তিনি ৭৪ কোটি টাকায় কেনা সেই কলাডা সত্যিই খাইয়ে ফেলায়েচেন।
এই পন্তিক যা কলাম সিডা যট্টুক গুরুত্বপূন্ন কতা তার চাইতে জরুলী কতাডা হচ্চে দিয়ালে কচ টেপ দিয়ে মারার আগে সেই কলাডা এক বাংলাদেশীর কাচতে কিনা। যার দাম ছিল আমাগের দেশী টাকায় মাত্তর ৪২ টাকা। সেই ৪২ টাকার কলা শিল্পকম্ম হইয়ে বিক্কির হইলো ৭৪ কোটি টাকা। ইডারেই কেউ কেউ কচ্চে সব চাইতে বড় ছলাকলা। শুনতি পালাম ২০১৯ সালে সব্বপেত্তম এই অদ্ভুত শিল্পকম্মডা সুমকি চইলে আসে। সিডাও বানাইলেন ইতালীর ঐ শিল্পী মারিজিও ক্যাটেলান। সেই সুমায় তিনি যখনই কোনো প্রদশরনীতি এই শিল্পকম্মডা নিয়ে যাতেন তার আগেই কলাডা বদলায় নেতেন। কারন শুটকো কলা দিয়ে আর লোক টানা যাবে না। গ্যালো সপ্তায় শিল্পকম্মডা নিলামে তুলার আগে কলাডা বদল করা হইলো। সেই কলাডা কিনা হইলো নিউইয়কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাচতে। তেবে সব চাইতি মজার খবর হইলো এর আগে যতবার এই কলার শিল্পকম্ম পোদরশনীতি তুইলেচেন ততবারই দরশোককরা কলাডা সাবাড় কইরে দেচে। তাতে অবশ্যি কলার কোন দাম দিতি হয়নি। আর এইবার সেই এক কলা খাওয়ার জন্যি একজন খচ্চা কইরেচে ৭৪ কোটি টাকা।
টাকা থাকলি নিজির পোচারের জন্যি কত কি না সম্ভব! আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝