শিরোনাম |
❒ যশোর জজকোর্ট মসজিদ কমপ্লেক্স কাপড় ব্যবসায়ীর নির্বাচন
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো যশোর জজকোর্ট মসজিদ কমপ্লেক্স কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে শুকুর আলী ও আজিবর রহমান প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেছেন।
শনিবার যশোর মোমিনগরে মার্কেটে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহক। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সদস্য তালবাড়ীয়া ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ইবাদত আলী খান।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহক জানান, জজকোর্ট মসজিদ কমপ্লেক্স কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাতটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫৭ জন ভোটারের মধ্যে ৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে শুকুর আলী ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইনসান আলী ২০ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মুসফিকুর রহমান ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তোফাজ্জেল হোসেন ১৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আজিবর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মজিবর রহমান পেয়েছেন ২৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ তুহিন ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী খালেকুজ্জামান রনি পেয়েছেন ১৬ ভোট। দপ্তর সম্পাদক রুহুল আমিন ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল হাকিম পেয়েছেন ১৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হারুন অর রশিদ পেয়েছেন ২৭ ভোট।
বিজয়ী সভাপতি শুকুর আলী জানান, ভোটারা আমাদের ভোটের মাধ্যমে সম্মান দিয়েছেন। এই সম্মান অক্ষুন্ন রাখতে যা যা করনীয় তাই করতে আমাদের প্যানেল বদ্ধ পরিকর।
সাধারণ সম্পাদক আজিবর রহমান বলেন, যশোর জজকোর্ট মসজিদ কমপ্লেক্স কাপড় ব্যবসায়ীরা আমার বিরুদ্ধে কোন প্রার্থী দেয়নি, ফলে আমি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছি। এর মানে এই মার্কেটের সকল ব্যবসায়ী আমাকে সমর্থন করেছেন। তাদের এই সমর্থনের প্রতি আমি যথাযথ সম্মান প্রদর্শন করবো।