শিরোনাম |
দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ বোলার লনওয়াবো সতসবেকে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট ক্রিকেটার থামি সোলেকিল এবং এলি এমবালাতি গ্রেফতার হয়েছেন।
এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনে অভিযোগ আনা হয়েছে। ২০১৬ ও ২০১৭ সালে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে ফিক্সিং– চেষ্টার কারণে যে সাত জন ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই তালিকায় ছিলেন এই তিন ক্রিকেটার।
ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, গ্রেফতার তিন ক্রিকেটারের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ২০০৪ সালের দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনের অধীনে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। যে ধারায় অভিযুক্ত করা হয়েছে, সেটি খেলাধুলায় দুর্নীতিবিষয়ক কর্মকান্ড সম্পর্কিত। আইনটি করা হয়েছিল ২০০০ সালে সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হানসি ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিংয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে। আইনটি প্রচলনের পর খেলোয়াড়দের মধ্যে সতসবে, সোলেকিল ও এমবালাতিই প্রথম অভিযুক্ত হলেন।
তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিপিসিআইয়ের (ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন) তদন্তের পরিপ্রেক্ষিতে।