gramerkagoj
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বাংলাদেশের নারীদের সিরিজ জয়
প্রকাশ : শনিবার, ৩০ নভেম্বর , ২০২৪, ০৭:৩৪:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-11-30_674b14b0a5d5e.PNG

আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটিও জিতেছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে ব্যাটিংয়ে বড় ভূমিকা রেখেছেন শারমিন আক্তার সুপ্তা ও পিংকিং। এ দু’জনের জুটিতে স্কোর বোর্ডে যোগ হয় ৮৫ রান। পাঁচ উইকেটের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজের শেষটি আগামী ২ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামেই।
আয়ারল্যান্ডের মেয়েদের করা ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ১৫ রানের মাথায় সাজঘরে ফেরেন মুর্শিদা খাতুন ছয় রানে। মুর্শিদা ফিরলেও প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় শারমিন আক্তার সুপ্তার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮৫ রানের দারুণ জুটি গড়েন পিংকি। কাঁটায় কাঁটায় ৫০ রান করে বিদায় নেন এ ব্যাটার।
পিংকিংর দেখানো পথে দ্রুত ফেরেন সুপ্তাও। সর্বশেষ ম্যাচে ক্যারিয়ারসেরা ৯৬ রানের ইনিংস খেলা ব্যাটার করেন ৪৩ রান। নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গ দিতে নেমে দ্রুত ফেরেন ১৬ রান করা শবনম মোস্তারিও। তবে পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তারের সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান অধিনায়ক জ্যোতি।
দলের জয়ের জন্য যখন ১২ রান প্রয়োজন ঠিক তখনই ৪০ রানে বোল্ড হন জ্যোতি। তবে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছেন ২৯ রান করা স্বর্ণা। তার সঙ্গে চার রানে অপরাজিত থাকেন ফাহিমা খাতুন।
এর আগে সিরিজে সমতায় ফেরানোর লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৯৩ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। ৩৫ রানে দলের দুই ওপেনার আউট হলেও দলকে ২০০ ছুঁই ছুঁই স্কোর এনে দেন অ্যামি হান্টার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৬৮ রানে ইনিংস খেলেন দলের অধিনায়ক। উইকেটরক্ষক-ব্যাটারকে অবশ্য দারুণ সহায়তা করেছেন ৩৭ রান করা ওরলা প্রেনডারগাস্ট। তৃতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়েন তারা। শেষ দিকে লরা ডিলানি ৩৩ ও উনি রেমন্ড-হোয়েই ২১ রানে অবদান রাখেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন সুলতানা খাতুন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝