gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়

❒ অন্তর্বর্তী সরকারের প্রতি ফারুকের আহ্বান

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন
প্রকাশ : শনিবার, ৩০ নভেম্বর , ২০২৪, ০৪:৩৭:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-11-30_674adf78bb333.jpg

দেশে ফ্যাসিবাদ আওয়ামী লীগ যে অরাজকতা চালানোর চেষ্টা কর‌ছে, এদের রুখে দিতে জনপ্রতিনিধি সরকার দরকার জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন এমন একটি রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টির উদ্যোগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, যারা ভারতের দালাল, তাদের শক্ত হাতে দমন করতে হবে। আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে। তারা ফেলানী হত্যার বিচার করতে পারেনি। পানির ন্যায্যা হিস্যা আনতে পারেনি। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত।
তিনি বলেন, যারা শেখ হাসিনার দোসর ছিল, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে- তারা দেশের আনাচে-কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে। তারা প্রধান উপদেষ্টার কাছে দাবিও জানাচ্ছে। ছাত্রলীগ-যুবলীগ রিকশাওয়ালা হয়ে আসে। আবার শুনি সচিবালয়ে আওয়ামী লীগের দোসররা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা বাকশাল কায়েম করেছে, যারা ব্যাংক লুট করেছে, যারা এ দেশের সাধারণ জনগণের টাকা লুট করে কানাডায় বাড়ি করেছে- অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনার সরকার। আপনি তো কোনো দলের সরকার নন। কারও চোখের দিকে তাকিয়ে নয়, দেশের জনগণের কথা চিন্তা করে আপনাকে কাজ করতে হবে। দেশের জনগণ আপনার সঙ্গে আছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদত হোসেন। দলটির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

আরও খবর

🔝