gramerkagoj
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রকাশ : শনিবার, ৩০ নভেম্বর , ২০২৪, ০৪:০৭:০০ পিএম
রাজশাহী ব্যুরো:
GK_2024-11-30_674adf0fe7adb.jpg

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে আর্জিনা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আর্জিনা বেগম জেলার চারঘাটের কাকাইকাটি এলাকার আবদুস সাত্তারের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পশ্চিম রেলওয়ে রাজশাহীর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, শনিবার সকাল ৬টা ৫০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়েন আর্জিনা বেগম।
ওসি আরো বলেন, জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তিনি যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝