শিরোনাম |
উৎসবমূখর পরিবেশে চলছে যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। শনিবার সকাল ১০ টা থেকে আইনজীবী সমিতির ১ নং ভবনে ভোটগ্রহন শুরু হয়। এ খবর লেখা পর্যন্ত বেলা ১১টা ৪০ মিনিটে ৭০টি ভোট কাস্ট হয়েছে।
আইনজীবী সমিতি সূত্র জানায়, এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি আবু মোর্তজা ছোট। এ পদের আরেক প্রার্থী সাবেক সহসভাপতি খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল।
এছাড়া সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের একজন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর, জামায়াতের ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থী আ.ক.ম মনিরুল ইসলাম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী খালেদ হাসান জিউস ও একই পদে আরেক প্রার্থী হাদিউজ্জামান সোহাগ।
এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্য প্রার্থীরা হলেন, সহসভাপতি পদে গোলাম মোস্তফা ও আব্দুল লতিফ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুর আলম পান্নু, সহকারী সম্পাদক পদে বোরহান উদ্দীন সিদ্দিকি, সেলিম রেজা, গ্রন্থগার সম্পাদক পদে ইলিয়াস সাদত শাহাদৎ ও সদস্য পদে মুন্সি মো. মনজুরুল মাহমুদ, মৌলুদা পারভীন, মাধবেন্দ্র অধিকারী, এনামুল আহসান টিটুল, তরিকুল ইসলাম। সাধারণ সম্পাদক বাদে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের প্রার্থী সহসভাপতি পদে আলমগীর সিদ্দিক ও মনজুর কাদির আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওয়াজিউর রহমান, গ্রন্থগার সম্পাদক পদে এসএম শাহারিয়ার হক ও সদস্য পদে শফিকুল ইসলাম, রওশনারা খাতুন রুমা, রফিকুল ইসলাম। অন্যবার তারা ফোরামের সাথে থাকলেও এবার নিজেরাই প্যানেল করে ভোটে অংশ নিয়েছেন। এছাড়া গণতান্ত্রিক আইনজীবী ফ্রন্টের সমার্থিত সহকারী সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছেন আশরাফুল আলম। স্বতন্ত্র হিসেবে গ্রন্থগার সম্পাদক পদে রুহুল কুদ্দুস তপু ও সদস্য প্রার্থী দৌলতুন নেছা প্রার্থী হয়েছেন।
নির্বাচন কমিশনার ইসমত হাসার বলেন, ভোট গ্রহন চলছে। ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। গননা শেষে বিজয়ীদের হাতে ২০২৫ সালের নেতৃত্ব তুলে দেয়া হবে।