gramerkagoj
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা
প্রকাশ : শনিবার, ৩০ নভেম্বর , ২০২৪, ১১:৫১:০০ এএম
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
GK_2024-11-30_674aa7d6c29b0.jpg

মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকেও মহাসড়কের সমসপুর এলাকার দোগাছি সার্ভিস সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। লাশের পাশে কয়েকটি গুলির খোসা পড়েছিল। ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আজ ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখছে তারা। তবে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।
ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই তরুণীর মরদেহ উদ্ধার করি। মরদেহের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।’
আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদঘাটনে কাজ শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝