gramerkagoj
শনিবার ● ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
হামলা চেষ্টা মামলার আসামি আটক
প্রকাশ : শুক্রবার, ২৯ নভেম্বর , ২০২৪, ০৯:৩১:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-11-29_6749e25707b26.jpg

যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় যানবাহন চলাচলে বাধা দেয়াসহ নাশকতা তৈরি ও সাধারণ মানুষের ওপর হামালার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি মতিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আব্দার রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ১৮ নভেম্বর বিকেলে আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসীরা রাস্তা অবরোধ করে মানুষজন ও যানবহানের ওপর হামলা চালায়। এই ঘটনায় কোতয়ালি থানায় ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়।
এই মামলার সন্দেহভাজন আসামি মতিয়ার রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কাশিমপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আরও খবর

🔝