শিরোনাম |
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা ও ইসকনের মত উগ্রবাদী সংগঠন নিষিদ্ধের দাবিতে যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুক্রবার কেন্দ্রীয় শহিদ মিনারে বিভোক্ষ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা শহিদ মিনার হতে বিভোক্ষ মিছিলে নিয়ে ঈদগাহ মোড় হয়ে শিল্পকলা একাডেমি মিলনায়তনে যেয়ে সমাবেশে মিলিত হন। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমকে হত্যা চেষ্টার প্রতিবাদ, চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা ও ইসকনের মত উগ্রবাদী সংগঠন নিষিদ্ধের দাবি জানান।
এসময় আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ মিছিলও করা হয়।
সমগ্র অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মোর্শেদ, মুখ্য সংগঠক আল মামুন লিখন এবং যুগ্ম আহ্বায়ক বি এম আকাশ।