gramerkagoj
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ জমি নিয়ে বিরোধ

পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহত ১১১
প্রকাশ : শুক্রবার, ২৯ নভেম্বর , ২০২৪, ০৩:৩৫:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-11-29_67498afe3ad23.jpg

পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশ আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় জমি নিয়ে বিরোধে টানা ৯ দিন ধরে চলছে শিয়া ও সুন্নি গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত। এ সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১১১ হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
জিও নিউজ বলছে, দাঙ্গায় আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। দেশটির জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পেশাওয়ার-পারাচিনার হাইওয়ে টানা ৯ দিন ধরে বন্ধ আছে। এতে দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রাস্তা বন্ধের কারণে আফগানিস্তানের সঙ্গে খারলাচি সীমান্তে বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে বলে নিশ্চিত করেছেন কুররামের ডেপুটি কমিশনার জাভেদউল্লাহ মেহসুদ। এতে ওই অঞ্চলটিতে অর্থনৈতিক প্রভাব পড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ ছাড়া এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন অঞ্চলটির বাসিন্দা।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার বিবদমান গোষ্ঠীগুলো ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে- এমন খবর আসার পর গতকাল বৃহস্পতিবার আবার সংঘর্ষ হয়েছে।
বিবিসি বলছে, আফগান সীমান্তের কাছে উপজাতীয় জেলা কুররামে সহিংসতার সূচনা হয়েছিল গত ২১ নভেম্বর। সেইদিন শিয়া মুসলিমদের একটি গাড়িবহরে একজন বন্দুকধারীর হামলার পর সহিংসতা শুরু হয়। এতে অন্তত ৪০ জন নিহত হওয়ার শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা।
সেখানকার শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা হয়ে আসছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝