gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আবু সাঈদ হত্যার বিচার সম্পন্ন হবে জুলাই শহীদদের স্মরণে ৮৬৪টি স্থানে ফলক স্থাপন করবে সরকার রাজশাহীতে শেখ মুজিব ম্যুরালের সামনেই নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ জামায়াতের দাঁড়িপাল্লা যুক্ত হচ্ছে ইসি’র ওয়েবসাইটে ভারত পাচ্ছে আরও ৩টি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার লামায় যথাযোগ্য মর্যাদায় "জুলাই শহীদ দিবস" পালিত চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে দুটি হত্যা মামলায় তিনজনের ফাঁসি সোহাগ হত্যা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, ব্যবসায়িক বিরোধের ফল ‘বজরঙ্গী ভাইজান ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা কবে? বিশ্বে নতুন ইন্টারনেট রেকর্ড গড়ল জাপান

❒ সাগরে গভীর নিম্নচাপ

দেশের চার বিভাগে বৃষ্টি হতে পারে
প্রকাশ : শুক্রবার, ২৯ নভেম্বর , ২০২৪, ১২:২৪:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-11-29_67495e2b3933a.jpg

আগামী তিন দিন দেশের চার বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। যা আজ (শুক্রবার) সকাল ৬টায় একই এলাকায় (১০ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। তবে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে আগামী তিন দিন দেশের ৪টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার ও শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং রোববার খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক (শুকনা) থাকতে পারে।
একইসঙ্গে আজ ও আগামীকাল সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আর রোববার (১ ডিসেম্বর) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অপরদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ কমতে পারে বলেও জানানো হয়েছে।

আরও খবর

🔝