gramerkagoj
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
প্রকাশ : শুক্রবার, ২৯ নভেম্বর , ২০২৪, ১১:০৫:০০ এএম
চট্টগ্রাম প্রতিনিধি:
GK_2024-11-29_67494bb9ecf56.jpeg

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পদুয়া আরকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারী মোটরসাইকেল চালকের নাম মো. রাকিব (২১)।
সে সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা হাজারখীল এলাকার নুরুল ইসলামের ছেলে। আহত মো. আরিফ (২২) ওই এলাকার জামাল হোসেনের ছেলে।
জানা যায়, লোহাগাড়ামুখি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় রাকিব। সাথে থাকা আরিফও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান উদ্দিন মোটরসাইকেল চালক রাকিবকে মৃত ঘোষণা করেন। আরিফকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

আরও খবর

🔝