শিরোনাম |
যশোর সরকারি সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ দৈনিক লোকসমাজের সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিয়েছেন বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বিশিষ্ট এই শিক্ষাবিদকে তিন বছরের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। আদেশের অনুলিপি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি, শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব (বিশ^বিদ্যালয় ও অনুবিভাগ) সহ সংশ্লিষ্ট অন্যান্য শাখায় প্রেরণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে যবিপ্রবির ভিসি প্রফেসর আব্দুল মজিদ পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।