gramerkagoj
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী

চিন্ময় দাস বহিষ্কৃত, তার কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর , ২০২৪, ০৮:৫৬:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2024-11-28_674887f0280e2.jpg

বর্তমান সময়ে দেশব্যাপী আলোচিত চিন্ময় কৃষ্ণ দাস ইসকন থেকে বহিষ্কৃত। ফলে তার বক্তব্য ও কর্মকাণ্ডের দায় ইসকনের নয় বলে জানিয়েছেন সংগঠনটির বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেনন। চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতের মন্তব্যে সম্পৃক্ত না থাকার দাবিও করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকন বাংলাদেশ থেকে অব্যাহতি দেওয়া হয়। ফলে এখন তাদের দ্বারা সংঘটিত কার্যক্রম ইসকনের নয়।
আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে তিনি বলেন, তার মর্মান্তিক অকাল মৃত্যু আমাদের মর্মাহত করেছে। এ ঘটনায় ইসকনকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন ইসকন নেতারা।
চারু চন্দ্র দাস বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে।
ইসকনের সাধারণ সম্পাদক বলেন, আমরা এরই মধ্যে একাধিকবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি। কিন্তু দুঃখজনকভাবে, কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে।
তিনি আরও বলেন, গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব তার কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।
ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে জোরালো আহ্বান জানাচ্ছি। আইনজীবী হত্যার ঘটনায় ইসকনের সম্পৃক্ততা নেই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রোববার ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে ইসকন বাংলাদেশের বৈঠক রয়েছে। তাতে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌর দাস ব্রহ্মচারী, কার্যনির্বাহী সদস্য বিমলা প্রসাদ দাস ও চিন্ময় গদাধর দাস ব্রহ্মচারী।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝