gramerkagoj
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
শ্রীলঙ্কা অলআউট ৪২ রানে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর , ২০২৪, ০৬:৩২:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-11-28_67486a82e281c.JPG

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৪২ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কার ব্যাটাররা। যা তাদের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড। বলের হিসেবে কম বলে অলআউট হওয়ার নজির কেবল একটি। ১০০ বছর আগে ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৭৩ বলে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
তবে রেকর্ডের লজ্জা থেকে একটুর জন্য নিজেদের নাম সরাতে পারেনি প্রোটিয়ারা। ডারবান টেস্টে প্রথম ইনিংসে তারাও খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিল না। গুটিয়ে যায় ১৯১ রানে। কিন্তু সেখানে শ্রীলঙ্কা যে দাঁড়ানোর সুযোগ পাবে না তা কে ভেবেছিল। মাত্র ১৩ রানে সাত উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইনআপ ধ্বংসস্তুপে পরিণত করেন ইয়ানসেন। ১৯০৪ সালে অস্ট্রেলিয়ার হিউ ট্রাম্বলের পর প্রথম বোলার হিসেবে সাত ওভারের মধ্যে সাতটি উইকেট নেওয়ার ইতিহাস গড়লেন বাঁহাতি এই পেসার।
টেস্ট ইতিহাসে শ্রীলঙ্কার সংগ্রহটি যৌথভাবে ষষ্ঠ সর্বনিম্ন। নিজেদের ৪২ বছরের ইতিহাসে এর আগে কখনোই ৭০ রানের নিচে অলআউট হয়নি তারা। ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যান্ডিতে অলআউট হয়েছিল ৭১ রানে। সেটাই ছিল আগের সর্বনিম্ন।
লঙ্কানদের পাঁচজন ব্যাটারই সাজঘরে ফেরেন শূন্য রানে। দুই অঙ্ক ছুঁতে সক্ষম হন দু’জন। সর্বোচ্চ ১৩ রান আসে কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে। এছাড়া দশ রান করে অপরাজিত থাকেন লাহিরু কুমারা।
দক্ষিণ আফ্রিকার ১৪৯ রানের লিড পাওয়ার পেছনে বড় কৃতিত্ব অধিনায়ক টেম্বা বাভুমারও। প্রতিকূল পরিস্থিতিতে ব্যাট হাতে প্রথম ইনিংসে ১১৭ বলে নয়টি চার ও একটি ছক্কায় ৭০ রানের ইনিংস খেলেন তিনি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝