gramerkagoj
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ইসকনের অনুমোদনই নেই সেটা নিষিদ্ধ করার কী আছে : মান্না
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর , ২০২৪, ০৫:০২:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-11-28_67484a545fe74.jpg

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যে সংগঠনের কোনো অনুমোদনই নেই সেটাকে আবার নিষিদ্ধ করার কী আছে? ইসকন কি কোনো সংগঠন? এর কি অনুমোদন আছে?
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কে. আলী ফাউন্ডেশন আয়োজিত ‘নতুন বাংলাদেশ : যেভাবে বাংলাদেশ আগাচ্ছে এবং নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, সেনাবাহিনী দিয়ে কখনোই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করা সম্ভব না। পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসবে না এবং বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়াও সম্ভব না।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে ভারতে আশ্রয় নিলেও সে ছাড় পাবেনা। দমন-পীড়নের অভিযোগে যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয়, তবে শেখ হাসিনাকেও ডাকা হবে। শেখ হাসিনা তার থেকে কম মানুষ হত্যা করেনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. শেখ আকরাম আলী। এতে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আবুল লতিফ মাসুম প্রমুখ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝